তোষণ

মানবতার শিশু আজ কেঁদে কেটে মরে

নিভৃতে কাঁদে বিচারের বাণী

আফ্রিকা থেকে এশিয়া পর্যন্ত শকুনী দৃষ্টি দেয় বিশ্বকর্মারা

মুখে তাদের ভালোবাসার ফুলঝুরি অন্তরে বিষ।

তাদের কথা মত তুর্কি নাচন নাচে আর

কুম্ভকর্ণের মত ঘুমিয়ে থাকে আমাদের কর্তারা

সামনে হাটু গেড়ে বসে থাকে নিষ্কর্মা পীর-পুরোহিত।

 

(কবিতাটি ‘শব্দনীড় এবং প্রথমআলো ব্লগে প্রকাশিত)

এখানে আপনার মন্তব্য রেখে যান